ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

ইঁদুরের পেটে ৫ বছরে ৪ লাখ ৭৫ হাজার টন ফসল

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছরে ইঁদুর খেয়ে ফেলেছে বা নষ্ট করেছে ৪ লাখ ৭৪ হাজার ৮০৫ টন ফসল। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত সময়ের মধ্যে ২০১৪ সালে ইঁদুর খেয়েছে ৯৬ হাজার ৬৯৬ টন, ২০১৫ সালে ৯৪ হাজার ৩৮৮, ২০১৬ সালে ৮৮ হাজার ৮৪৪, ২০১৭ সালে ৯০ হাজার ৩৮৫ এবং ২০১৮ সালে ১ লাখ ৪ হাজার ৪৯২ টন ফসল।

রোববার জাতীয় সংসদে নারী আসন ১৭ এর এমপি হাবিবা রহমান খানের লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানায়, প্রতি বছর ৫-৭ শতাংশ আমন ধান, ৪-১২ গম, ৫-৭ আলু এবং ৬-৯ শতাংশ আনারস ইঁদুর খেয়ে ফেলে বা নষ্ট করে। গড়ে মাঠ ফসলের ৫-৭ শতাংশ এবং গুদামজাত শস্যের ৩-৫ শতাংশ খেয়ে ফেলে বা ক্ষতি করে।

Facebook Comments Box