আ.লীগের চেয়ে ৯ গুণ বেশি ভোট পেল স্বতন্ত্র প্রার্থী
নিউজ ডেস্ক:পটুয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহম্মদ জগ মার্কা নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২১টি ভোট কেন্দ্রে ১৮ হাজার ৩২৬ ভোট পেয়েছেন মহিউদ্দিন আহম্মদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজী আলমগীর হোসেন নৌকা মার্কায় পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহম্মদ পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।
এর আগে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।