আসামে চলবে উভচর উড়োজাহাজ। ভারতে সস্তার উড়োজাহাজ পরিবহন সংস্থা স্পাইসজেট পানি ও ডাঙায় নামতে বা উড়তে পারে—এমন উড়োজাহাজ চালু করতে চলেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে শিল্প সম্মেলন ‘অ্যাডভান্টেজ আসাম’-এ স্পাইসজেটের পক্ষে অজিত সিং রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে সমঝোতাপত্র সই করেন। এখন প্রকল্পের বিভিন্ন দিক পর্যবেক্ষণ চলছে।
স্পাইসজেট সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটি, মাজুলি ও কাজিরাঙার মধ্যে চলবে জাপানে নির্মিত এই উড়োজাহাজ। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই), অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (ডিজিসিএ) ও ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) প্রতিনিধিদের সঙ্গে স্পাইসজেট কর্তৃপক্ষ এসব জায়গা ঘুরে দেখে।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এএআইয়ের প্রকৌশলী সংগীতা মহায়। মাজুলির জেলা প্রশাসক দেবপ্রসাদ মিত্র প্রতিনিধিদলটিকে নিয়ে ব্রহ্মপুত্র ও এর আশপাশ এলাকা ঘুরিয়ে দেখান।
পরে মাজুলির জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, রাজ্যবাসীর স্বপ্ন সার্থক হতে চলেছে। পরিকাঠামো খতিয়ে দেখে শিগগিরই উভচর উড়োজাহাজের অনুমতি পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতে অসামরিক পরিবহনে গুজরাটে আনুষ্ঠানিকভাবে চালু হয় সি প্লেন। সেই উড়োজাহাজে সওয়ার হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আসামের উভচর উড়োজাহাজের পাশাপাশি পাহাড়ি রাজ্য মেঘালয়ে সেপ্টেম্বরের মধ্যেই চালু হতে যাচ্ছে বিমান পরিবহন। মেঘালয় হাইকোর্টে এমনই হলফনামা দিয়েছে রাজ্য সরকার ও ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। শিলং থেকে ৩০ কিলোমিটার দূরে উমরইতে হবে এটি।
উত্তর-পূর্ব ভারতের প্রধান পর্যটন কেন্দ্র শিলংয়ে বিমান পরিষেবা চালু কার নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট হস্তক্ষেপ করেন। প্রসঙ্গত, শিলংয়ে ভারতীয় বিমানসেনার পূর্বাঞ্চলীয় প্রধান দপ্তর হলেও কোনো অসামরিক বিমানবন্দর নেই।
আসামে উভচর উড়োজাহাজ আর শিলংয়ে উমরই বিমানবন্দর চালু হলে এই এলাকার পর্যটনে নতুন মাত্রা যোগ হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।