আহাদ (রবিবার), ১৩ জুলাই ২০২৫

আরও ১ দিন বাড়ল পণ্যবাহী পরিবহণ ধর্মঘট

উত্তরাঞ্চলের ১৬ জেলায় সাত দফা দাবি আদায়ে পণ্যবাহী পরিবহণ ধর্মঘট আরও একদিন বাড়ানো হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।

উত্তরাঞ্চলে জেলাগুলোতে টানা ট্রাক ধর্মঘট অব্যাহত থাকায় সবজির আমদানি কমে গেছে। ফলে সঙ্কট তৈরি হয়েছে সবজীর বাজারে। এদিকে ট্রাক শ্রমিকরা পণ্যবাহী শত শত ট্রাককে মহাসড়কের যত্রতত্র গুরুত্বপূর্ণ পয়েন্টে আটকে দিলে মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে রবিবার ভোর ৬টা থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়। উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।

সোমবার দুপুরে উত্তরবঙ্গ ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ড ভ্যান-পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মান্নান আকন্দ জানান, জেলার মালিক শ্রমিকদের এই আন্দোলন চলমান আছে। ৭ দফা মেনে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘট ডাক দেয়া হয়েছে। কিন্তুু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সমাধানের কোনো প্রস্তাব না আসার কারণে ধর্মঘট আরো ২৪ ঘন্টা বাড়িয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এরপরও দাবি মানা না হলে ঈদ-উল-ফিতরের পর লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ঐক্য পরিষদের বগুড়ার নেতবৃন্দের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। তাদের দাবি নিয়ে বিভাগীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে অচিরেই সুষ্ঠু সমাধান করা হবে।

এদিকে ধর্মঘট শুরু হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা শত শত পণ্যবাহী ট্রাক শ্রমিকরা মহাসড়কের মাঝপথে আটকে দেয়। ফলে মহাস্থান, বাঘোপাড়া, মাটিড়ালি, বনানী, শাকপালা, শেরপুর মাঝিড়া ছোনকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে করে সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পোহাতে হয়।
পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের কারণে উত্তরাঞ্চল থেকে সবজিসহ অন্যান্য পণ্য রাজধানীসহ অন্যান্য জেলায় সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে পাইকারী বাজারে।

বগুড়ার মহাস্থান থেকে প্রতিদিন অর্ধশতাধিক ট্রাকে করে সবজি রাজধানীসহ অন্যান্য জেলায় গেলেও পরিবহন বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

পাইকারি ব্যবসায়ীরা জানালেন, ধর্মঘটের কারণে ট্রাক-ভ্যান না চলায় তারা হাটে সবজির আমদানি কমে গেছে। এতে করে কাঁচামাল সরবরাহ বন্ধ রয়েছে। অবিলম্বে এ কর্মসূচি প্রত্যাহার না হলে তাদের আড়তে থাকা কাঁচা শাক-সবজি পঁচে যাবে। এ অবস্থায় শুধু তারা নন; সকল কাঁচামাল ব্যবসায়ী চিন্তিত হয়ে পড়েছেন।

এদিকে ট্রাক ধর্মঘটের কারণে বগুড়া শহরের বাজারগুলোতেও সবজি, মাছ, মুরগিসহ গোশত সংকট দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে ফার্মের মুরগির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। মাছের দাম ধরণ ভেদে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। আর হাটে দাম না থাকলে খুচরা বাজারে সকল প্রকার সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা এবং গোশতের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রাক ধর্মঘটে জেলার বিভিন্ন অঞ্চল থেকে মাছ, মুরগি বা সবজি আসছে না। আশপাশের এলাকা থেকে সীমিত মাছ ও সবজি আসছে। ফলে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
এদিকে, সোমবার সকালে শহরতলির চারমাথা ও গোদারপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, উত্তরবঙ্গ মহাসড়কের বনানী, তিনমাথা, চারমাথা, ভবের বাজার, মাটিডালি মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়ক-মহাসড়কে পাহারা দিচ্ছেন। অনেক স্থানে পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে।

Facebook Comments Box