আরও অর্ধশতাধিক দোকান ভেঙেছে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক: গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে রোববার (২৭ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। এ নিয়ে মার্কেটটির দুই-তৃতীয়াংশ নকশাবহির্ভুত দোকান অপসারণ করল সংস্থাটি।
এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ওই মার্কেটে সাত শতাধিক অবৈধ দোকান রয়েছে। রোববার দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি আরও জানান, আগামী কাল সোমবার পঞ্চম দিনের মতো এই মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।