জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

আমেরিকা শিগগিরি সেনা প্রত্যাহার করবে আফগানিস্তান থেকে

আন্তর্জাতিক ডেস্ক:কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে আলোচনা চলছে তাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে আমেরিকা। দোহা আলাচনার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘তোলো নিউজ’ এ খবর দিয়েছে।

গতকাল (শুক্রবার) দোহা আলোচনার পঞ্চম দিনে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। ষষ্ঠ দিনের মতো আজও আলোচনা চলেছে। দোহা সংলাপে আরো যে বিষয়ে সমঝোতা হয়েছে তা হচ্ছে- আল-কায়েদা ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে আফগানিস্তানে প্রবেশের অনুমতি দেবে না তালেবান।

আলোচনায় মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতির জন্য তালেবানের ওপর চাপ সৃষ্টি করেন কিন্তু তালেবান মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ঠিক করার দাবিতে অনড় থাকে। তালেবান আরো আশ্বাস চেয়েছে যে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আঞ্চলিক কোনো দেশের ওপর হুমকি সৃষ্টি করা যাবে না।

দোহা সংলাপে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ বার বার তালেবানকে তাগিদ দিয়ে বলেছেন, তাদেরকে কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে খলিলজাদের আহ্বানে সাড়া দেয় নি তালেবান।

Facebook Comments Box