আরবিয়া (বুধবার), ২৩ এপ্রিল ২০২৫

আমি তো বিচারক দেখছি না, খালেদা জিয়া

বানাতে চেয়েছেন সিঙ্গাপুর, হয়েছে জামালপুর

নিজস্ব প্রতিবেদক :খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে বলেছেন ‘আমি তো কিছুই দেখছি না। আমি তো আপনাকে (বিচারক) দেখছি না। এই দেয়াল তো এর আগে ছিল না, এখন কোথা থেকে এলো। আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাবো।’ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) আদালতে প্রবেশ করার পর, খালেদাকে যেখানে বসানো হয়েছে, তার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।এরপর বিচারক বলেন, বসার জন্য আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরে দুপুর ১২টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়। এর আগে ১২টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদিন আদালতে খালেদা জিয়াকে হুইল চেয়ারে এজলাসের বামপাশে পেশকারের পেছনে নির্দিষ্ট একটি যায়গায় বসানো হয়েছে।

Facebook Comments Box