আমরা কোন দেশে আছি? কোথায় আছি, কার কাছে যাবো?: আফরোজা আব্বাস
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে কেমন আছেন তা জানতে পারছেন না বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে ৬ দিন আগে কারাগারে যান খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে তাকে দেখতে গিয়েও অনুমতি পাননি আফরোজা আব্বাস।
খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, ‘তিনি ৬ দিন ধরে কারাগারে। আমরা জানতেও পারছিনা তিনি কেমন আছেন, কীভাবে আছেন। চেয়ারপারসন যাওয়ার আগে বলে গেছেন, তোমরা শক্ত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, শান্তিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ করবে।’ তিনি বলেন, ‘যেভাবে তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে, আমরা এই রায় মানি না।’
আফরোজা আব্বাস আরও বলেন, ‘আমাদের যেতে দেওয়া হলো না। ফলগুলোও নিতে দেওয়া হলো না। বলা হলো, আমাদের করার কিছু নেই। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান। আমরা কোথায় যাবো? যার কাছে যাই, সেখানেই বলা হয়, তার (কর্মকর্তা) সঙ্গে দেখা করা যাবে না, তিনি এখন নেই, এই সব। আমরা কোন দেশে আছি? কোথায় আছি, কার কাছে যাবো?’
এর আগে দুপুরের দিকে দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি। নেত্রীরা জানান, কারা কর্তৃপক্ষ বলেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে। পরে তারা খালেদা জিয়ার দেখা না পেয়ে ফিরে যান।