সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

আবার বিদ্যুতের দাম বাড়বে : আবুল মাল মুহিত

আর.এফ.এন নিউজ :

 

শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার দিবাগত রাতে বাজেটবিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। হোটেল র‍্যাডিসনে বেসরকারি একটি টিভি চ্যানেল এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘কেমন বাজেট চাই: ২০১৮-১৯’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে। ভেবেছিলাম, আগামী বাজেটের সময় এই কমিশন করব। কিন্তু তার আগেই করছি। যাতে ডিসেম্বরের মধ্যে কমিশন একটা রিপোর্ট করতে পারে এবং সেই রিপোর্টের সুপারিশ অনুযায়ী নতুন সরকার কাজ করতে পারে।’

বিদ্যুতের দাম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বিদ্যুতের দাম বাড়বে। কারণ, যে রসদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, সেগুলোর দাম বেড়ে গেছে।’

অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

Facebook Comments Box