ছুলাছা (মঙ্গলবার), ১৪ জানুয়ারি ২০২৫

আবারও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : বেতনের দাবিতে রাজধানীর মধ্য বাড্ডায় ফের সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ।

রোববার দুপুরে মধ্য বাড্ডায় সড়কের এক পাশ অবরোধ করে রাখেন স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের প্রায় ৮০০ কর্মী।
শ্রমিকদের দাবি, গার্মেন্ট মালিক তাদের পাওনা দিতে গড়িমসি করছেন। প্রতি মাসের বেতন নির্ধারিত তারিখে পরিশোধ করছেন না। তাই তারা বাধ্য হয়ে আজও সড়ক অবরোধ করেন।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গার্মেন্ট কর্মীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে আপাতত যান চলাচল বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, একই দাবিতে গতকালও রাস্তা অবরোধ করে স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

Facebook Comments Box