আফগানিস্তানে মারা গেছে আরো এক মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে যুদ্ধমিশন পরিচালনা করতে গিয়ে আমেরিকার আরো এক সেনা মারা গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে।
গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে পেন্টাগন ওই সেনা মারা যাওয়ার কথা জানায়। পেন্টাগন বলেছে, শত্রুদের ছোট অস্ত্রের গুলিতে মারা গেছে আমেরিকার এ সেনা। তবে নিহত সেনার বিস্তারিত পরিচয় জানানো হয় নি এবং এ সেনা মার্কিন বাহিনীর কোন শাখায় কর্মরত ছিল তাও বলা হয় নি।
পেন্টাগন তাদের বিবৃতিতে বলেছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের নীতি অনুসারে- নিহত সেনার আত্মীয়-স্বজনকে পূর্ণাঙ্গ ঘটনা জানানোর ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। আফগানিস্তানে কর্মরত ন্যাটো মিশন বলেছে, মার্কিন সেনা নিহতের ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে।
চলতি ২০১৯ সালে এ নিয়ে আফগনিস্তানে দুজন মার্কিন সেনা নিহত হলো। গত ১৩ জানুয়ারি আফগানিস্তানের বাগদিস প্রদেশে সেনা অভিযানের সময় একজন সার্জেন্ট আহত হয়ে জার্মানিতে চিকিতৎসা নেয়ার সময় মারা গেছে। ২০০১ সাল থেকে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত আমেরিকার ২,৪০০ সেনা নিহত হয়েছে।
সূএ:পার্সটুডে

















