আহাদ (রবিবার), ২৩ মার্চ ২০২৫

আগামী বছরের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া আগামী বছরের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছে। এর পাল্লা ৫০০ কিলোমিটারের বেশি হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে কালিবার ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক সংস্করণ তৈরির পরিকল্পনাও করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে এ পরিকল্পনার প্রতি সবুজ সংকেত দিয়েছেন। এ পরিকল্পনা অনুযায়ী, বিরাজমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এ ছাড়া, প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ২০১৯-২০২০ সালের মধ্যে রাশিয়াকে রণতরিভিত্তিক কালিবার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভূমিভিত্তিক সংস্করণ বানাতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, একই সময়ের মধ্যে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তৈরি করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে এ তৎপরতা চালানো হচ্ছে। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বন্ধে ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সই করেছিলেন আইএনএফ চুক্তি।

সূএ: পার্সটুডে

Facebook Comments Box