আহাদ (রবিবার), ১৫ সেপ্টেম্বর ২০২৪

আখিরী চাহার শোম্বা উপলক্ষে সর্বশ্রেষ্ঠ আমল

আখিরী চাহার শোম্বা উপলক্ষে সর্বশ্রেষ্ঠ আমল

কোন আমলই পবিত্র সুন্নত ব্যতীত পূর্ণতায় পৌঁছেনা। পবিত্র সুন্নতের মধ্যেই রয়েছেন শতভাগ রহমত বরকত ও সাক্বীনা। আর এই অবারিত রহমত নিয়ে এলেন পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ। যে দিনটিতে কিছু সুন্নতী আমল তথা সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম আমল রয়েছে যা পালনের মধ্যে রয়েছে হাকীকী কামিয়াবী। সুবহানাল্লাহ!

বর্ণিত রয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ তথা ছফর শরীফ মাসের শেষ আরবিয়া- বুধবার সকালে ছিহহাতি (সুস্থতা) শান মুবারক প্রকাশ করেন। অতঃপর ভিজা কাপড় মুবারক দিয়ে সমস্ত জিসিম মুবারক মুছে দেন। অতঃপর হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিয়ে রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা মুবারক করেন। অতঃপর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের খোঁজ-খবর নেন এবং খুশি মুবারক প্রকাশ করে মসজিদে নববী শরীফ উনার মধ্যে তাশরীফ মুবারক গ্রহণ করেন। এতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনারা অত্যন্ত আনন্দিত হন। উনারা অফুরন্ত শুকরিয়া আদায় করেন এবং এ উপলক্ষে উনাদের সাধ্যমতো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাদিয়া মুবারক পেশ করেন। এছাড়া গরিব-মিসকিনদেরকেও দান সদকা করেন।

কিতাবের বর্ণনা মুতাবিক পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার সুন্নতী আমলসমূহ হলো-

  • পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ তালাশ করা তথা এ মাসের শেষ আরবিয়া কবে তার ফিকিরে থাকা।
  • এ দিন সকালে গোসল করা।
  • পরিবারের সকলকে একত্রিত করে পবিত্র মীলাদ শরীফ পাঠ করা।
  • পরিবারের সকলের খোজ খবর নেয়া।
  • রুটি, গোশত ও সিরকা দিয়ে নাস্তা করা।
  • ফাল ইয়াফরহূ শরীফ তথা খুশি মুবারক প্রকাশ করা।
  • হাক্বীক্বী শুকরিয়া আদায় করা।
  • সাধ্যমতো হাদিয়া মুবারক পেশ করা।
  • গরিব-মিসকিনদেরকেও দান ছদ্বকা করা।
  • এ মাসে চিকিৎসা করা, স্বাস্থ্য পরীক্ষা করা ইত্যাদি।

কাজেই সমস্ত মুসলমানদের উচিত পবিত্র আখিরী চাহার শোম্বা শরীফ উনার সুন্নতী আমলগুলো সাধ্যসামর্থ্য অনুযায়ী পালন করার মাধ্যমে মহান আল্লাহ পাক ও হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি রেযামন্দি হাছিলের কোশেশ করা।

মাওলানা মুহম্মদ মাসুমুর রহমান

লেখক ও গবেষক

Facebook Comments Box