জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

আইসিটিতে বাংলাদেশ-যুক্তরাজ্য একসঙ্গে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ-যুক্তরাজ্য একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমানে যুক্তরাজ্যে তিনদিনের সরকারি সফরে রয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সফরকালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় দুই দেশের প্রতিনিধিরা এমন আগ্রহের কথা জানায়।

লন্ডনের স্থানীয় হোটেল দি সারানি-লা-তে আয়োজিত এ সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস, হাউজ অব কমন্স ও প্রধানমন্ত্রী থেরেসা মে এর উপদেষ্টাগণের সঙ্গে মতবিনিয়ম করেন।

সভায় উপস্থিত ছিলেন- হাউজ অব লর্ডসের ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির চেয়ারম্যান লর্ড হাওয়েল, সদস্য ব্যারোনেস জেনকিন, হাউজ অব কমন্সের সদস্য স্টিফেন টিমস, জন হাওয়েল, পল স্কালি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক দূত রুশনারা আলি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা জেমস কামিংস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ডিজিটাল বিষয়ক উপদেষ্টা মারিও ক্রেচুরা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের কমিশনার মুনা তাসনীম।

এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ডিজিটাল মিনিস্টার মারগোট জেমস, হেল্থ মিনিস্টার ম্যাথু হ্যানকক, লন্ডনের উপ মেয়র রাজেশ আগারওয়ালের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে আইটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি-রফতানির উপর শুল্ক হ্রাস/প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে তাদের অবহিত করনে।

এসময় সরকারের বিনিয়োগ বান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে আইসিটি খাতসহ বিভিন্ন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী পলক।

এলআইসিটি আয়োজিত ‘বাংলাদেশ ট্যুর: ইয়োর নেক্সট আইটি ডেস্টিনেশন’ শীর্ষক এক সেশনে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন প্রতিমন্ত্রী পলক। পাশাপাশি ‘নেক্সট জেনারেশন অব ই-গভার্নেন্স’ বিষয়ে যুক্তরাজ্যের খ্যাতনামা আইটি প্রতিষ্ঠান ক্যানারি হোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাওয়ার্ড ডবার, বোস্টন কনসাল্টিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিগুয়েল কারাসো, জ্যেষ্ঠ পরামর্শক কাইল পিটারস, এন্ড্রু গ্রিনওয়ে, এমা গওয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

Facebook Comments Box