ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

অবশেষে আবার মসজিদে রুপান্তরিত হলো তুরস্কের হাজিয়া সোফিয়া

৮৬ বছর পরের ১ম জুমুয়ায় মুসল্লির ঢল

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত প্রখ্যাত পুরোনো মসজিদ হাজিয়া সোফিয়া, যদিও কালের বিবর্তনে জাদুঘরে হারিয়ে গিয়েছিলো মসজিদটি। আবারও সেই পুরোনো রুপে, মসজিদে রুপান্তরিত করা সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

দেড় হাজার বছর পূর্বে হাজিয়া সোফিয়া প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পর উসমানীয় সম্রাটরা এটিকে মসজিদে রুপান্তরিত করেন। এরপর ১৯৩৪ সালে মসজিদটিকে আবার তুরস্কের বামপন্থীদের চক্রান্তের কারণে এটি জাদুঘরে পরিণত হয়। যদিও এখন এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থাপনা হিসেবে বিবেচিত।

তুরস্কের সাধারন জনগন দীর্ঘদিন ধরে এটিকে মসজিদে রূপান্তরিত করার দাবি জানালেও গুটিকয়েক বামপন্থী লোকজন এমন পদক্ষেপের বিরোধিতা করেছে।

বিশ্বব্যাপী তুর্কি সরকারের এমন পদক্ষেপ গ্রহণের কারনে প্রশংসা করছেন ধর্মীয় ও রাজনৈতিক নেতারা। তুরস্কের এমন সিদ্ধান্ত নেওয়ার পরপরই সেখানে নামাজ আয়োজনের ঘেষণা দেওয়া হয়েছে এবং সেই নামাজের জামাত তুরস্কের প্রায় সব মূলধারার সংবাদমাধ্যমে সম্প্রচার করা হবে।

Facebook Comments Box