খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

অপচেষ্টা প্রতিহত করবেন-১৫ হাজার মালিক-শ্রমিক

বিএনপি ও জামায়াতে ইসলামীর যে কোনও নাশকতা ঠেকাতে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা ও ঢাকার বাইরের বাসস্ট্যান্ডে অন্তত ১৫ হাজার মালিক-শ্রমিক অবস্থান নেবেন। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। তিনি বলেন, ‘গতবারের নাশকতায় পরিবহন মালিকদের অনেক সম্পদ ধ্বংস হয়েছে। এবারও তেমন অপচেষ্টা থাকলে তা প্রতিহত করতে অবস্থান নেবেন অন্তত ১০ থেকে ১৫ হাজার লোক।’
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এ ঘটনাকে সামনে রেখে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে কিনা জানতে চাওয়া হয় সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের কাছে। তিনি উত্তরে বলেন, ‘ফুলবাড়িয়া, মহাখালী, সায়েদাবাদসহ বিভিন্ন টার্মিনালে থাকবেন ১০ থেকে ১৫ হাজার মালিক শ্রমিক। সেখানে বিএনপি-জামায়াত কোনও নাশকতা করে গাড়িতে হাত দিলে তা প্রতিহত করা হবে। ঢাকার বাইরের বাসস্ট্যান্ডগুলোতেও এ ধরনের প্রস্তুতি রাখা হবে।’

খন্দকার এনায়েতুল্লাহ আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অতীতেও আমাদের অনেক গাড়ি জ্বালিয়েছে, পুড়িয়েছে। চোরাগুপ্তা হামলাও করেছে। গতবার ১০ হাজারের মতো পরিবহন জ্বালিয়ে দেওয়া হয়। তারা আন্দোলন-সংগ্রাম করবে ভালো কথা, কিন্তু জ্বালাও-পোড়াও করে মালিকদের সম্পদ কেন ধ্বংস করবে।’

এদিকে এ বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাস মালিক সমিতি।

Facebook Comments Box